দেখছি পাঁজি আসছ সাজি এই সে ধরাধামে
সঙ্গে নিয়ে ছেলে মেয়ে অসুর দলনী নামে।
প্রতিবারই আসিস দেখি একই অসুর নিয়ে
সেই অসুরে বধটি করে একই ত্রিশূল দিয়ে।
এ দেশেতে অনেক অসুর জন্ম নিচ্ছে রোজ
এ কথা কি আছে জানা রাখিস কি তার খোঁজ?
আসিস যদি তোর অসুরে আনতে হবে নাকো
মোদের দেশের অসুর বধিতে দশপ্রহরিনী থাকো।
নতুন করে রণবেশ ধরি আয় গো মা তুই ঘরে
এদেশের যত নব অসুরদের বধ করিবার তরে।
জানি এর মাঝে বাধা পাবি তুই কিছু মানুষের কাছে
যাদের প্রেরণা আশীর্বাদের হাতটা মাথায় আছে।
তবুও তোমারে নির্মম হাতে দমন করতে হবে
তবে তো তোমায় অসুর দলনী আবার সবাই কবে।
সুন্দর প্রকাশ।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন