আদরে আদরে
শীতের দুপুরে,
রোদে মখমলে
ছোট ছোট ফুলে।
শিশিরের নাকছাবি
যতনে সাজি
কোমল দূর্বা আমি,
দেবতারে বরণে চুমি।
দরাজ নভঃ উপরে
শির নত আমা ‘পরে
ছোট বড় প্রাণে,
খাদ্য আশ্রয় ত্রাণে
সবুজ চারিদিক
নবীনের প্রতীক
হৃদয় পেতে রই,
পদতলে আশ্রয়
ছোট প্রাণ ছোট পাতা,
বুকে বড় ব্যথা
মাঠে ঘাটে পড়ে রই
বাগানে পাইনা ঠাঁই,
পিষে দলে দাও ব্যাথা,
তুলি না মাথা,
করি ঘর ত্রাসে ,
বাঁধি বুক সাহসে
রোদ্দুরে জ্বলে পুড়ি
মুঠো খড় হয়ে মরি!
বেশ লাগল।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন