সমাধি - অধীর কুমার রায়


স্বর্গরথ থেকে নামনো হলো শবদেহ।

সমাধি ক্ষেত্রে তাকে শায়িত করা হলো,

মাটি চাপা দেওয়া হলো,

ফুল চড়লো।

সমাধির গায়ে লেখা হলো শব দেহের নাম

“একটি সম্পর্ক”।

 

এখন প্রতি রাতে সমাধির পায়ের দিকে

মেয়েটি প্রদীপ জ্বালতে আসে।

ছেলেটিও এসে প্রার্থনা জানায়।

 

কিছু কিছু সম্পর্ক মরেও মরে না।

সমাধির গায়ে সবুজ ঘাস হয়ে বেঁচে থাকে।

1 মন্তব্যসমূহ

  1. অন্যরকম স্বাদের একটি কবিতা। এমন কত শত সম্পর্কের কবর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আশে পাশে। ভালো লাগল লেখাটা।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন