নির্বাক - সায়নী সাহা


বিভীষিকাময় চোখদিনেও আঁধার

গৃহাভিমুখী শর্বরী খুঁজেছে জীবন—

অন্ন মনের আরশিপ্রত্যয় অপার,

এক একটি মুহূর্ত গড়েছে ভুবন।

 

হীনতার বাহুবলেনত নাহি শির

স্বেদবারি স্রোতে তারঅশ্রু বানভাসি।

অনাহারী দেহে আজি ধ্বনি অশনির—

দু ফোঁটা স্বপন যেন পেট ভরা হাসি।

 

বিমূঢ় ধরায় ওঠেকুপিত ভাস্কর—

তার তেজে বধু রাঁধে,এক হাঁড়ি ক্লেশ।

ভাতঘ্রাণ আজি হেথা,ঘুমের তস্কর—

সফল মননে লাভ গোনে শেষমেশ।

 

নির্বাক পৃথিবী তুমিপরিপাটি লাশ,

অধমের কীট তাই তোমাতেই বাস।

 


1 মন্তব্যসমূহ

  1. অসাধারণ একটি কবিতা। এমন কবিতাকে ছন্দে বাঁধার কাজটা যেভাবে কবি করেছেন তার জন্য কবিকে কুর্নিশ। "ভাতঘ্রাণ আজি হেথা ঘুমের তস্কর" অপূর্ব একটা লাইন।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন