রাতের শেষ ট্রেনটির কথা
সবাই মনে রাখে না
শুধু যাত্রীরা ট্রেনটির সব কথা জানে!
মাঝরাতে স্বপ্নে নেমে আসা
তোমার অস্ফুট প্রেম, ভোরের আলোয়
মিলিয়ে যায়, তবুও তোমার কাছে
আসার সময় হয় না!
চাঁদ দেখো নীরবে জ্যোৎস্না ছড়িয়ে দেয়
সাগরের জলে, সাগর খুশিতে ঢেউয়ের
রাশি নিয়ে তীরে এগিয়ে আসে!
আসলে কিছু দেওয়া নেওয়া
চলতেই থাকে, প্রতিটা সম্পর্কের মধ্যে
শূন্য হৃদয়েও মন গুন গুন করে
তুমি শুনতে পাও না।
নীরবতার মধ্যেই তো মনের গল্পগুলো লুকিয়ে থাকে। বেশ লাগল লেখাটা।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন