ভালোবাসার অফুরান রহস্য - উৎপলেন্দু দাস


 একটু ভালোবাসা ধার দিও ও মেঘদূত

চেয়ো না ফেরতআর তো কিছুই চাইছি না

শ্রাবণের বাষ্প ঘনালে আমার চোখে

অঝোর ধারায় ভিজে যাবে চিবুক

জানলেও তুমি মোছাতে পারবে না ।

 

অন্তত একটি টুকরো দিও ডানা থেকে

থেকে থেকে ঝরবে হৃদয় গহীনে

সতেজ সবুজ উদ্যানে ফুটবে ফুল

আসবে ভ্রমর মধুপানে

তুমিও এসোআর কেউ জানবে না।

 

আমিও চোখজুড়ানো মেঘ হবো ভাদ্র আশ্বিনে

নীলাকাশে ভেসে যাবো নীরবে দিগন্তের দিকে

ফুরিয়ে যাবো হেসে গাছের পাতা ছুঁয়ে

বিলিয়ে দিয়ে তোমারই মত নিঃশেষে,

ভালোবাসার অফুরান রহস্যের কিছুই কি আমি জানবো না !


1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন