সিরিজ রিভিউ : রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি
"হইচই" অ্যাপে হইহই করে চলছে REKKA অর্থাৎ "রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি" সিরিজটি। লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন রচিত "রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি" উপন্যাসটির উপর ভিত্তি করে পরিচালক সৃজিত মুখার্জীর বানানো এই সিরিজ।
সিরিজের কাহিনী? সংক্ষেপে বলি, অবশ্যই যথাসম্ভব স্পয়লার না দিয়ে।
মফস্বল শহর সুন্দরপুর। মহাসড়কের পাশে বিশাল এক রেস্তোঁরা যার নামটি বড়ো অদ্ভুত, "রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি"। নাম অদ্ভুত হলেও এখানকার রান্নার খুবই সুনাম। দূরদূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন এই রেস্তোঁরার খাবারের স্বাদের টানে। স্বাদের পাশাপাশি থাকে নিত্যনৈমিত্তিক রান্নার ফিউশন। আর সেই বিশেষ ফিউশন রান্নার দায়িত্বভার নিয়েছে স্বয়ং রেস্তোঁরার মালকিন মুশকান জুবেরি।
এই আতর আলির কাছ থেকে তিনি রেস্তোঁরার সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান। কাহিনী একটু এগোলেই দেখা যায়, ভদ্রলোকের আগ্রহ যতো না রেস্তোঁরার প্রতি, তার চাইতেও বেশি আগ্রহ মুশকান জুবেরির প্রতি। আচ্ছা, মুশকান জুবেরি কি তাহলে ভদ্রলোকের পূর্ব পরিচিত? নয়তো এমন হঠাৎ কৌতূহলের কারণ কী?
সাংবাদিক ভদ্রলোক এবং আতর আলি মুশকান জুবেরির উপর নজর রাখতে শুরু করে। কাহিনী এগোনোর সঙ্গে রহস্য ঘনাতে থাকে যখন জানতে পারা যায় রাতের বেলায় দু'জন লোক দ্বারা মুশকান মাটি খোঁড়াখুঁড়ি করান। শুধু তাই নয়, তাঁর পুকুরে বেশ কয়েকগুলো কুমির। কুমির কোন কাজে লাগবে!
নুরে ছফা আর আতর আলির এই অনুসন্ধানের ব্যাপারে পুলিশ জানতে পারে। ফলস্বরূপ আতর আলিকে থানায় তলব করে ধমকধামক দেওয়া হয়। ওদিকে নুরে ছফা নামক সাংবাদিক ভদ্রলোককে রিক্সা থেকে নামিয়ে একপ্রকার টেনে নিয়ে যাওয়া হয় থানায়।
কাহিনী এগোতে থাকে। এর মধ্যে জানতে পারা যায় বহুপূর্বের এক বিমান দুর্ঘটনার সঙ্গে মুশকান জুবেরি অদ্ভুতভাবে সম্পর্কিত, যদিও সেটি তার জন্মের বহুযুগ আগে হওয়ার কথা। সামনে আসে সাম্প্রতিক কালের একের পর এক মানুষের অন্তর্ধান তথ্য, যোগসূত্র মুশকান জুবেরির সঙ্গে।
এবার আসি সিরিজের অভিনেতা অভিনেত্রীদের প্রসঙ্গে। সিরিজটি নির্মাণের শুরুতে বাংলাদেশি অভিনয়শিল্পীদের প্রাধান্য থাকার কথা ছিল। উপন্যাসের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন মুশকান জুবেরি হিসাবে জয়া আহসানের নাম পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানকে প্রস্তাব হিসাবে দেন। কিন্তু কিছুদিন পর জানা যায় জয়া আহসানের বদলে থাকবেন পরীমনি।
আছেন নুরে ছফা চরিত্রে রাহুল বোস, পুলিশ কর্মকর্তা তপন শিকদার চরিত্রে অনির্বাণ চক্রবর্তী এবং খরাজ খাসনবিশ তথা মূল বইয়ের কে এস খান বা খোদাদাদ শাহবাজ খান চরিত্রে অঞ্জন দত্ত।
এখানে একটা কথা বলি, কাহিনী ও অভিনয়ের লাভক্ষতি পরিমাপ করে সিরিজটি দেখতে বসবেন না। মনে কোনোরকম নেগেটিভিটি নিয়ে দেখা শুরু না করাই ভালো। এতে আপনার ভাবনাচিন্তা বিচারবিবেচনার উপর অন্য ব্যক্তির ভাবনাচিন্তার প্রভাব পড়ে যায়। সেই কারণে বলবো আগে থাকতে কোনো ধারণার বশবর্তী হয়ে সিরিজটি দেখবেন না।
কলমে - তমালিকা ঘোষাল ব্যানার্জী
চিত্রসৌজন্যঃ গুগল
একটি মন্তব্য পোস্ট করুন