শতাব্দী ওপারের চির অভেদ্য
শব্দ....
মুখ কুঁচকায়, ভুরু বাঁকায়
বিদ্যুৎ গর্জনে দিগন্তের
কালিমা ঝরায়
তবুও কর্ণকুহরে লেপ্টে
থাকা মোমাবরণ বধিরতার মূল্য চোকায়।
যেমন হাতের তালুতে বসে
থাকা জোনাকি নিজের সর্বস্বতায় অন্ধকারে রেখা চেনায়।
গরম ভাতের গন্ধ আর পাঁচ
আঙুলের দাপট
নিমেষেই
চিনিয়ে দেয় 'ওরা কারা' !!
পাকস্থলীর পোড়া অ্যাসিডে
গলে যায় মনের শরীর..
মন কেমনের ঠিকানায়
পুঞ্জীভূত..
চাঁদের ভাঙ্গা বুকে
অমানিশার প্রবল গরল।
সোঁদা মাটির গন্ধ ভীষণ
চেনা ওদের কাছে
আত্মীয়তার ভাঁড়ারে টান
পড়ে পাছে
তাই পৃথিবী রেখেছে ওদের
ভীষণই কাছে।।
বুভুক্ষু চোখের পেলবতা
মুছে ফেলে
ঠিকানার অস্তিত্ব নাকচ করে
আবারও দাড়িয়ে পরে গরম
ভাতের খোঁজে।
ফেনিল সমুদ্রের বালুকণা
ওঠে আর নামে
প্রতিধ্বনিত শব্দেরা ফিরে
ফিরে আসে
কাঁকড়ার ঝাঁক উঁকি মারে..
সুযোগ পেলেই হিঁচড়ে টানে।।
কলমে - ম ন্দি রা বি শ্বা স সা হা
একটি মন্তব্য পোস্ট করুন