বারাঙ্গনা - মন্দিরা বিশ্বাস

 



 

রাস্তার পাশে দাঁড়িয়ে তোরা কেমনে সাজাস ডালি 

দুখের ঘরে জ্বালিয়ে বাতি.. তোরাই মাখিস কালি।

কোকুন পেটে তৈরি হয় গুটিপোকার দল... 

বেরোয় যখন গুটি কেটে মনে কাদা জল

অসুখ গুলো ছড়িয়ে পড়ে বিকৃত মনন বেশে

চম্পা চামেলী করবি হয়ে তোরাই উঠিস হেসে।

 

প্রেম প্রেম খেলার মাঝে অশ্রুবারি চোখের ধারে

মনের হিসেব পরে থাকে চোরা পথে গলির মোড়ে

তপ্ত পিচের কালো বিষ ধারণ করিস জঠর ধামে

ঔরস প্রাপ্ত ফলের চিন্তায় ঝলসে যাস নিঠুর কামে

 

মাথার দামে পিছিয়ে তোরা.. তাই বলে কি  প্রসববেদনা রাখবে তোদের সুখে ভাতে!!!

 

নাড়ির ধনে শক্তি যতো.. দাঁতে জিভ কাটছে ততো।

হারাতে চাইলে মাতৃ স্রোতে.. হারগিলের ভিড়ে স্বপ্ন ছোটে।

অপত্য স্নেহ খুঁটে তে বেঁধে স্থির দৃষ্টি দেওয়াল পরে

রামধনুর রং চোখের পাতায় বিছানা পাতে ধূপের ধোঁয়ায়..!

জীবন গড়ে জীবন ভাঙ্গে... মাটির দলায় তোদের দম্ভ বাড়ে

বারাঙ্গনার মাটির ছোঁয়ায় দুগ্গা মায়ের প্রতিমা গড়ে।।

 

Post a Comment

নবীনতর পূর্বতন