আজকাল সব রাগ সব ঘৃণা সব দোষ আয়নাবন্দি।
যেই তুমি সরে গেলে অন্য পাতায়,খালি করে বিষ;
তারা নেই, ভুলে
যাওয়া রোগে আর পুরোনো বন্দিস
কেই বা শুনতে চায়! আঙ্গুল মুদ্রাদোষে করে নিশপিশ।
কেবল প্রচার চাওয়া যাবতীয় শোকের আড়াল থেকে
ঝড় ওঠে, ক্লেদ
আক্রমণ মুখী হয় দেওয়ালে দেওয়ালে।
এ শুধু সঞ্চয়,---জিবির, ঝুলে
থাকা নাগাল পেরেকে;
যাকে আবার পাঠানো হবে পরবর্তী অন্য কোলাহলে।
এত যে আয়োজন ঝড়ের, দায়শূন্য তর্কের প্রবাহ...
তাকেই প্রগতি বলে বেচে যায় বণিক সমাজ। বহুতল
সভ্যতার দেশে যা কিছু অতিতগামী, তার দাহ
করে যাওয়া রীতি, এ কথা জেনেই খোলা অমোঘ বোতল।
এই যে আয়না গুলি পাতায় পাতায় রোজ আসে যায়...
দিনের তর্ক বেঁধা ঠোঁট, তাকে ঢেকে রাত নিশ্চিন্তে ঘুমায়।
একটি মন্তব্য পোস্ট করুন