মা - মোনালিসা রায়

 

 


মা যে আমার দিয়েছে পাড়ি

কোন্ সুদূর পানে, ডাকলে পরে

আর পাব না, মনটা যে বড্ড ভারী।

মাতৃহারা হয়েছি আমি, কী যে ব্যথা

মোর, কাঁদলেও আর পাব না এটাই

নির্মম সত্য। সেই জন্ম থেকেই মায়ের কোলে হয়েছি যে বড়, মা যে আজ

হঠাৎ করেই গেছে চলে, মনটা করে

কেমন। মা  আমায় দেখিয়েছে

পৃথিবীর আলো, আমি ধন্য, খুবই ধন্য।

মা'গো তুমি থাকবে আমার সাথে

চিরসাথী হয়ে, আর পাব না তোমার

দেখা, থাকবে আপশোস ।ঘরটা যে

ভীষণ ফাঁকা, ছিল নিত্য চলাচল -

হয়েছি  ভীষণ একা, দিশেহারা এ মন

কাঁদে  সারাক্ষণ। দুঃখের দিন এলো

মোদের, পথ দেখিও, কোরো প্রকৃত বিচার। ঘটেছে অবিশ্বাস্য পরিণতি।।

হয়েছে অপূরণীয় ক্ষতি।।

Post a Comment

নবীনতর পূর্বতন