শুধু একটা দিন - সেতরাজ জাহান

 




আর একটা সকাল দিলে

জীর্ণ শীর্ণ আমার হলদেটে পাতার অপ্রকাশিত কাব্যগুলো

এই শহরের সমস্ত ধুলোপড়া ডাকবাক্সে জমা পড়তো

 

শুধু একটা শান্ত দুপুর পেলেই,

আমার দিনের যত্নে মাখা ক্লান্ত সময়

অস্ফুটে ডাক দিয়ে যেতো,

সমস্ত অলিতে গলিতে

 

বরাবরের মতো একটা বিকেল পেলে হয়তো

বাস্তবতার ভারে ন্যুব্জ কোনো পথিক

প্রাণ ফিরে পেতো

আমার স্থিরচিত্রের গল্পে

 

যদি কোনোভাবে

একটা সন্ধ্যে পাওয়া যেতো,

চায়ের কাপে অসমাপ্ত কাহিনী গুলো হয়তো

লেখা অসম্ভব হতো না

 

আর এই শেষ রাত্তিরটা পেলেই

নিশাচর শহুরেরা,

হয়তো রাত জেগে একা কথা বলার অভ্যেসটা

একদম ছেড়ে দিতে পারতো।।


Post a Comment

নবীনতর পূর্বতন