আমি শুনেছি বৃন্তচুত
শিউলির অস্ফুট বেদনা
শুনেছি সামনের বৃষ্টিভেজা
দুর্বল আমগাছটার
পড়ে যাওয়ার সময় আকুল
আর্তনাদ
শুনেছি, ভোরের বা রাতের প্রহরে প্রহরে ডেকে ওঠা
কোকিলের সমবেত কলতান, মৌমাছির গুঞ্জন,
ছাতারে পাখির মিষ্টি ডাক
আর বুলবুলি বা নানা পাখিদের ভোরের আলাপ করা রাগ রাগিণী,
কাঠবিড়ালীদের কিচিরমিচির,মাটিতে পড়া বৃষ্টির শব্দ।
শুনেছি কখনও বৃষ্টিতে ভেজা, প্রচন্ড বাজের শব্দে ভীত পাখিদের অসহায়
চিৎকার বা নীড়হারা শাবকের করুন বিলাপ।
শুনি রেলস্টেশন চত্বরের
ভিখারী ছোটছেলেটির
দুটো পয়সার জন্য কাতর
পার্থনা
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে
চলে যাওয়া যানবাহনের
বিকট ঘড়ঘড় তীব্র আওয়াজ।
এগুলোর মধ্যে সবগুলো কি
ভালো লাগে ???
একটি মন্তব্য পোস্ট করুন