প্রেম - অনির্বাণ রায়

 


যেদিন থেকে দৃষ্টি গেল

                            তোমার দুটি ভুরুতে

সে যেন শাঁখ বাজিয়ে দিল,

                            আনখশির উলুতে

উঠলো কেঁপে পদদ্বয়।

                          ভাবিনি এত শুরুতে

পতন হবে বাস্তিলের

                           কাঁপন ধরা ঊরুতে।

 

কিন্তু জিভ জড়ভরত,

                           সাধু কিংবা চলিতে

কোনোভাবেই রা সরে না।

                            এমন ঘোর কলিতে

পাঁজর ভেঙ্গে সাহস নেমে

                          সামনে কানা গলিতে

নিরুদ্দেশ সফর করে।

                         খায় না মধু অলিতে।

 

তবে কি সব স্রোত হারাবে

                          ছোট্ট নয়ানজুলিতে?

কে বদলাবে শুঁয়োপোকা

                           প্রজাপতির তুলিতে?

 

এই ভেবে যেই আগুন দিলাম

                           সর্বনাশের নাভিতে

সূর্য হয়ে উঠলো জ্বলে

                     তোমার ঠোঁটের দাবিতে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন