ছোট্ট বন্দনা - পৌষালী ব্যানার্জী



ছোট্টবেলার দিনগুলো ছিল যে মনের মত,

বাগদেবীর আরাধনার খুশি কত শত।

দু'দিন ধরে ঘুরে ফিরে বেড়িয়ে বড়োই মজা,

বই থাকবে দেবীর কাছে, নেইকো পড়ার সাজা।

সকাল সকাল পুজো শেষে পরে মায়ের শাড়ি

বহুকষ্টে সামলে নিতে হিমশিম যে ভারি।

সেজেগুজে স্কুলে যেতে লাগে যে ভালো খুবই,

বান্ধবীরাও আসবে সেজে, গল্প হবে সবই।

গল্প শেষে হইহই করে সবাই খেতে বসা,

পাতে পড়লো খিচুড়ি আর আলুরদম কষা।

বাড়ি ফিরে রাতের বেলায় শুতে যাওয়ার আগে,

শুধোয় মা, "কী চাইলি মা সরস্বতীর কাছে?

সারাটা দিন টইটই করে ঘুরে বেড়াস খালি,

পরীক্ষায় ভালো নম্বর! সে আশা গুড়ে বালি।"

বলি, "মাগো, শোনো তবে ব্যবস্থাটা খাসা,

বাগদেবীকে বলেছি, মাগো, তোমাতেই মোর আশা।

আমি তোমার অন্ধ ভক্ত, সন্তান আমি তোমার,

পরীক্ষাটা ভালো না হলে দেবে না বাবা ফোন আর।

নতুন ফোনে ওয়ালপেপার রাখবো যে তোমারই,

একটু নম্বর পাইয়ে দিও, নয়তো তোমার সঙ্গে আড়ি!!" 

Post a Comment

নবীনতর পূর্বতন