তবু, উঠে দাঁড়াব আমি - অনির্বাণ রায়

 



               

আমায় তুমি মুছে ফেলতে পারো, ইতিহাসে  

বিচ্ছিরি আর মিথ্যে কথার ভারে

আমায় তুমি মাড়িয়ে যেতে পারো নোংরা ঘাসে

তবু, ধুলোর থেকে উঠে দাঁড়াব, আমি, বারে বারে।

 

ভয় পেলে কি সাহস দেখে আমার? 

দুঃখ চেপে বসছে নাকি মুখে?

কারণ আমার হাঁটা যেন শস্য ভরা খামার

নামায় আমার ড্রয়িংরুমের বুকে। 

 

সূর্য আর চাঁদের মত যা যা        

জোয়ার-ভাটার মতই নিশ্চিত,

ঝর্ণা হয়ে লাফিয়ে ওঠার আশা                       

নিয়েই জেনো, উঠে দাঁড়াব; --স্ফিত।

 

দেখতে চাও কি ভেঙ্গে পড়েছে বাঁধ

নুয়ে পড়ছে মাথা এবং চোখও

চোখের জলের ফোঁটার মত কাঁধ

এবং আত্মা ভিরু রোদনরত।

আঘাত পেলে নাকি এ ঔদ্ধত্যে

ভাবছ এ কি কঠিন দুঃসহ

কারণ আমার হাসিটি এই মর্ত্য

সোনার খনি খুঁড়ছে অহরহ

 

বিঁধতে পার তুমি কথার বাণে

কাটতে পার নজর-ছুরির ঘায়

মারতে পার অমোঘ ঘৃণার টানে

কিন্তু আমি উঠে দাঁড়াব ‘’বাতাস’’ আভিধায়।

 

ভয় পেলে কি আমার যৌনতায়?

অবাক হয়ে ভাবছ ‘’কেমন মেয়ে’’?

কারণ আমি নাচি চপল পায়

যেন আমার জঙ্ঘা-জোড়ে হীরক দ্যুতি ছেয়ে।

 

ইতিহাসের লজ্জা ছেড়ে উঠে দাঁড়াব যেই

ব্যথাতুর এক অতিত ছেড়ে উঠে দাঁড়াব, আর

আমার কাল-সাগর তার ঝাঁপানো বিস্তারেই

ফুলে উঠবে, দুলে উঠবে  অসহ্য অপার।

 

পিছনে ফেলে অন্ধকার বীভৎসতা , ভয়

উঠে দাঁড়াব

ভোরের মত ;-- স্বচ্ছ নিশ্চয়।

উঠে দাঁড়াব

নিয়ে আসব পুরষ্কার;-- যুগ যুগের সঞ্চয়।

আমিই তো সেই স্বপ্ন যা দাসের বরাভয়।

উঠে দাঁড়াব

উঠে দাঁড়াব

উঠে দাঁড়াব।


( MAYA ANGELOU রচিত কবিতা Still I Rise কবিতার অনুবাদ )

 

Post a Comment

নবীনতর পূর্বতন