নিশুতি রাত - মোনালিসা রায়

 



এ এক মায়াবী রাত

 ঘুটঘুটে অন্ধকার,

মৃদু মন্দ বয় বাতাস। 

  গা করে ছম্ ছম্,

 থর থর কম্পন,

নিশি ডাকে, শিরশিরিয়ে ওঠে,

লাগে মনে শিহরণ।

মৃত্যু দেয় হাতছানি,

পিপাসা মেটে অতৃপ্ত আত্মার,

স্বাদ মেটে এক যন্ত্রণার। 

নিশুতি রাত যেন ঘুরে, ঘুরে

কেঁদে কেঁদে মরে। ঘন কুয়াশা

আবছা আলো-আঁধারে

লকলকে জীব, রক্তবর্ণ চক্ষু তার

ঘন জঙ্গলের মাঝে আছে দাঁড়িয়ে,

গা বেয়ে ঝরছে রক্তের বন্যা, এক

গ্রাসে যেন মিটবে তার আত্মতৃপ্তির ক্ষুধা। 

লোভ-পাপ খন্ডাবে সেই জ্বালা জড়ানো 

নিশুতি রাত, গা ছমছমে নিশুতি রাত।। 

Post a Comment

নবীনতর পূর্বতন