উত্তাপই সম্বল - অনির্বাণ রায়

 


 

আলোর শহর, দূর থেকে জমকালো।

কাছে গেলে দেখি ফুটপাথ জুড়ে "ট্রোল"।

তরুণ তরুণী কফি শপে। কফি কালো।

সময়ের গায়ে, আঁকা আছে "হরিবোল"।

 

এখানে নিখাদ মায়াখেলা চারিদিকে।

নিক্তিতে মাপা প্রতিদিন "অপচয়"।

ধোঁয়াশায় ঢেকে অনুভূতি ক্লিশে, ফিকে

বেড়ে যায় শুধু দেরাজের সঞ্চয়।

 

বারুদে মাংসে বেশ খায় মিলমিশ।

গলিপথ জুড়ে অকঞ্চুকের দল

আড়চোখে দেখে বসে আছে ইবলিশ।

দূষিত প্রহরে আত্মা কি বিহ্বল?

 

এই যে শহর নিথর বধ্যভূমি,

রোজনামচার বেড়াজাল ভেঙ্গে তাকে

কুজ্ঝটিকার বানান শিখিয়ো তুমি।

চরৈবেতির সড়ক বুকেই থাকে।

 

আমরা তো যাবো স্বপ্নের কাছাকাছি।

চেনা সন্তাপে দুঃখের ভুরিভোজ

সহ্য করব বলেই কি বেঁচে আছি?

আলোর রচনা সূর্য লিখবে রোজ?

 

বাতাসের গায়ে ছড়াতে ছড়াতে খই

আমরা বাঁধব জীবনের পায়ে মল।

শোকের আগুনে যতবার একা হই

ততবার বুঝি উত্তাপই সম্বল।

 

Post a Comment

নবীনতর পূর্বতন