একদিন
আমি এসেছিলাম
তোমার
হাতটি ধরে, তোমার
ছায়ায়
বড় হলাম, মানুষ
হলাম পরে।
সেই
তুমি আজ চলে গেছো আমায়
একলা
করে, বড়
কষ্ট লাগে।
তোমার
মনের অনেক আশা বুকের
মধ্যে
নিয়ে, দূর
গগনে মিলিয়ে গেলে
সবাইকে
ফাঁকি দিয়ে। কিন্তু আমি
জানতাম
তুমি আসবে আবার ফিরে,
অন্যরূপে, অন্যভাবে
এই ছোট্ট সংসারে।
আমার
মুখের সেই ভাষাটি হারিয়ে গেছে
ক্ষণিকের
তরে, মা', মা' বলে
ডাকছি তোমায়
তবুও
পেলাম না তোমার সাড়া। মুচকি হেসে
কিছু না
বলে বুঝিয়ে দিলে আমায়, 'আছি রে
বাছা, কাঁদিস
নে কাঁদিস নে।' দুঃখ, কষ্ট, মনের
ব্যথা
পলকে ভুলে গিয়ে, আবার আমি পাব
তোমায়
আগের মত ফিরে, আছি
এইটুকু আশা নিয়ে।।
একটি মন্তব্য পোস্ট করুন