পিয়ানোটা টুং টাং মেলানকোলি
সুরে
চেয়েছিলে কিছু বলতে... দাড়িয়ে দূরে!
যেখানে উষ্ণতা স্পর্শ করে শিশিরবিন্দু
সেইখানেই কি তুমি ভিজেছিল সপ্তেন্দ্যু?
সেখানেই কি জন্ম তবে ধোঁয়াশার
কোমল ঘাস দেখেছিল অভিসার?
আয়নার কাঁচে ঝাপসা তুমি
পারছিনা কেন তোমায় ছুঁতে আমি!
আগুন জ্বেলে কবিতায় হাতছানি
দেখাতে পারলে কই তোমার সাহসখানি?
তুমি অনাকাঙ্ক্ষিত নাকি অনাসৃষ্টি
ঝরলো না... সেই চাতকের বৃষ্টি
তুমি সূর্য না চন্দ্র...
এলে না মাটির খুব কাছে
দু'চোখ আমার বন্ধ।।
একটি মন্তব্য পোস্ট করুন