সোমবার - অনির্বাণ রায়

 



 খোপ খোপ টেবিল চেয়ার;

 নিহত সকালগুলি বসে তাতে,

 আজ সোমবার। খটখট আঙুলের দৌড়,

 ব্যস্ততা সময় পেটায়। দানা ছড়ানোই থাকে

 পাখি শুধু কাজ খুঁটে খায়।

 যে কাজ জন্মায়নি এখনো তাকে যে ধরতে হবে;

 "এই খোঁজো খোঁজো, কেউ জানো?"

 আগে যদি ধরে ফেলে কেউ? সে বড় দায়!

 একমাত্র বস জানে বলিরেখা আঁকা আছে সবার গলায়;

 কোপ নেমে আসতে পারে যে কোনো সময়। ঠান্ডা ঘর ঘেমে ওঠে,

 হাসির মুখোশ প'রে ভয়

Post a Comment

নবীনতর পূর্বতন