চোখে রোদচশমা...
আর মস্তিষ্কের কোষে সাজাও কারসাজির
তকমা।
দু'ভুরুর ফাঁকে
করো চোরাচালান।
আর সত্যকে ঘোরাও মিথ্যের বাঁকে!
নোংরা দাঁতে
চিবাও
শিরদাঁড়া। বিষে ভরা সিস্টেম তুলে দাও জনমানবের হাতে।
মাংসল জিভ
চেটে নিচ্ছ আশার
শেষ রক্তবিন্দু। রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিচ্ছ যত ক্লীব।
কাপালিকের মতো
করছো বশ
বর্ধিত থাবায়
নিংড়ে নিচ্ছ রস।
ভূতের ডেরায় ভবিষ্যত
ছাই এর আগুনে
চাপা
দুর্নীতির আগুন
তেলে
জমছে ভালোই ইলিশ
ভাপা।।
একটি মন্তব্য পোস্ট করুন