"মা, আবারও গাল কেটে গেছে!" ছেলে চিৎকার করে বলল।
বিষয়টি
নিয়ে মিসেস চৌধুরী খুবই উদ্বিগ্ন, ইদানিং প্রায়ই সেভ করতে গিয়ে ছেলের
গাল কেটে যায়। গভীর চিন্তায় পড়ে গিয়েছেন তিনি। ছেলেকে দ্রুত সিঙ্গাপুর নেওয়া
উচিত, মোটেও দেরী করা যায় না।
……..
……
"আস্ত একটা বেয়াদব" হেডমাস্টার মনে মনে ভাবে।
……
বারান্দার এক
কোণে বসে রহিমা মাঝে মাঝে করুন সুরে কাঁদে! সেই কান্না শুনে মিসেস চৌধুরী তাকে সান্ত্বনা
দেয়, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কেঁদে আর কি
হবে!
একটি মন্তব্য পোস্ট করুন