মোবাইল - সমাজ বসু

 




সকাল থেকে ভয়ে ভয়ে আছে সোহম। বাবা জানতে পারলে কি বলবে কে জানে? অবশ্য মাকে সে সবই বলেছে। মনে মনে তার অনুশোচনা হয়। বাবাকে জানিয়েই কাজটা করা উচিত ছিল। ঠিক আছে, অফিস থেকে ফিরুক, সে নিজেই সব বলবে। রাগ করে করুক, বলতেই হবে। বলতে পারলে,তার মনটা পাখির পালকের মত হালকা হয়ে যাবে।

 

ছেলের মুখে সবকিছু শোনার পর রমেনবাবু ছেলেকে কাছে টেনে নিলেন।

--- বিতান মানে, যার বাবা বাজারে সবজি বেচে? তোর মুখেই শুনেছি, ও নাকি লেখাপড়ায় ভালো।

--- জানো বাবা, ও অনলাইন ক্লাশ করতে পারছে না। তাই.......কথা শেষ করতে পারে না সোহম।

--- তুই ওকে তোর ফোনটা দিয়ে খুব ভাল করেছিস। আপাতত মায়ের ফোনে তুই কাজ চালিয়ে নে। মাসের প্রথমে তোকে একটা নতুন ফোন কিনে দেবো। তোর ফোনটা আর ফেরত চাইতে হবে না। শোন্, তোকে ফার্স্ট হতে হবে না। মানুষের মত মানুষ হতে হবে। এইভাবে সবসময় অসহায়ের পাশে থাকবি। 

চোখ ভর্তি জল নিয়ে সোহম তার বাবার বুকে মুখ লুকোয়।

 

 

 

Post a Comment

নবীনতর পূর্বতন