সাগর বুকে অতল তলে
ক্ষিপ্ত উজান ঝড় -বাদলে,
আ - সমুদ্র হিমাচলে
পার হয়ে মা তোমার কোলে
এলাম তোমায় পাবো বলে ।।
উৎসৃঙ্খলে ধ্বংস করে ,
ইতিহাসের ধ্বজা তুলে ;
নতুন কিছু সৃষ্টি করে
তোমার নীড়ের দরজা খুলে
এলাম তোমায় পাবো বলে ।।
জাগুক তুফান ছাড়বো না হাল :
অনন্তে মেঘ ঘূর্ণি চালে ,
উড়ুক বিশ্ব বাসীর পাল
যাই যদি যাই ভেসে জলে !
এলাম তোমায় পাবো বলে ।।
পঞ্চশঙ্খ বাজিয়ে প্রাতে
মাতৃধূলি মাথায় নিয়ে ;
বজ্রধ্বনি' র সাথে সাথে
আবার না হয় যাব চলে...
এলাম তোমায় পাবো বলে ।।
একটি মন্তব্য পোস্ট করুন