ভাবনা আসে - রথীন পার্থ মণ্ডল


 

আঁধারটাকে সরিয়ে দিয়ে

ঘুম জাগানো ভোর

বলল ডেকে বাইরে আয় 

এই যে আমি তোর।

 

জানলা খুলে দেখছি চেয়ে 

ফুটছে নানা ফুল

সবুজ ঘাসে বাতাস এসে 

দোলে দোদুল দুল। 

 

পাখপাখালি ডাকছে গাছে 

মাঠ ভরেছে ধানে

চাষির মুখে ফুটছে হাসি

ভালোবাসার টানে ।

 

দেখতে থাকি হাজার খুশি

পাখনা মেলে ওড়ে 

ভাবনা আসে নীল আকাশে

সোনালী রোদ্দুরে।

 

  

Post a Comment

নবীনতর পূর্বতন