অবন্তি মেঘ বোঝেনা
দীর্ঘশ্বাস
অথচ বেন্দাবনী ঘ্রাণ কদম
হলে
চোখ জুড়ে কলাপ
উড়ে যায় ওড়না পত্রাবলী
রিমঝিম জল তরঙ্গে ভিজতে
ভিজতে প্রাসঙ্গিক হয় ডাহুক ডাহুকি
জলপিপি পদ্ম পাতায় লাল-নীল
মাছ
সাঁতরে যায় আকাশ পাড়ায়
দীর্ঘশ্বাস নদী রূপোলী ফিতে
বেদনাতুর হতাশায় ভিজতে
ভিজতে
কয়েকটা ঘু-ঘু উঠোনে
মেহেগনি পাতায় রোদ চিক চিক
আসলে কোনো মেঘই বোঝেনা, রামগিরি
পর্বতের ব্যথা।
একটি মন্তব্য পোস্ট করুন