বৃষ্টি মেঘে - দীপক জানা



অবন্তি মেঘ বোঝেনা দীর্ঘশ্বাস
অথচ বেন্দাবনী ঘ্রাণ কদম হলে
চোখ জুড়ে কলাপ
উড়ে যায় ওড়না পত্রাবলী

রিমঝিম জল তরঙ্গে ভিজতে ভিজতে প্রাসঙ্গিক হয় ডাহুক ডাহুকি
জলপিপি পদ্ম পাতায় লাল-নীল মাছ
সাঁতরে যায় আকাশ পাড়ায়

দীর্ঘশ্বাস নদী রূপোলী ফিতে
বেদনাতুর হতাশায় ভিজতে ভিজতে
কয়েকটা ঘু-ঘু উঠোনে
মেহেগনি পাতায় রোদ চিক চিক
আসলে কোনো মেঘই বোঝেনা, রামগিরি পর্বতের ব্যথা।

Post a Comment

নবীনতর পূর্বতন