হোমকবিতা মুখোশ - দেবপ্রিয় হোড় সর্বজয়া পত্রিকা আগস্ট ০১, ২০২২ 0 একফালি চাঁদ আটকে ছিলজানালার খুব কাছে,ভোরের আলোয় চোখ মেলে দেখিআকাশটাই যে মিছে।সন্ধ্যে হলেই আকাশেতেরঙ বেরঙের ফানুস,হাতছানি দিয়ে ডাকে আমায়মুখোশ পরা মানুষ।মুখ-মুখোশের যাত্রাপালায়মানুষ চেনা বড় দায়,সুখ-দুঃখের নাগরদোলায়চেনা-অচেনা গণ্ডি হারায়।
একটি মন্তব্য পোস্ট করুন