অনাগত আগন্তুক - স্বপন গায়েন





 দমকা হাওয়ার মতো এসেছিলে জীবনে

অচেনা রোদ্দুর গায়ে মেখে দাঁড়িয়ে ছিলে দুয়ারে
হৃদয়ের রঙ ক্রমশ বিবর্ণ হয়ে যায় অনাগত আগন্তুকের বদান্যতায়।

 

সব আগন্তুক কী এমনি করে হারিয়ে যায়
ভালোবাসার রঙ ছড়িয়ে দিয়েছিলে হৃদয়ের উপত্যকায়
সঙ্গম মোহনায় হারিয়ে গিয়েছিল মেয়েটা।

 

ভালোবাসার ওম গর্ভে নিয়ে নারী থেকে জননী হয়েছো
কথা দিয়েছিলে আবার ফিরে এসে নিয়ে যাবে তোমার ঘরে
কথা রাখো নি আগন্তুকফিরে তুমি আর এলে না।

 

চোখের কাজল ফিকে হয়ে যায় জোনাকির আলোর মতো
ওষ্ঠের সোহাগ ক্রমশ মূল্যহীন মনে হয় -
কিন্তু সন্তানের মুখ চেয়ে বাঁচতে ইচ্ছে করে দুঃস্বপ্ন বুকে নিয়ে।

 

একঝাঁক প্রজাপতি উড়ে বেড়ায় রঙিন ফুলের বাগানে
ভালোবাসা এমনিমধুর লোভে আসে লক্ষ প্রজাপতি
আগন্তুকরা আসে আবার নিরুদেশে হারিয়ে যায় অলীক অন্ধকারে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন