স্বাধীনতা - শুকদেব দে

 

 


 

খোলসের ভেতর একটু শক্তপোক্তই দেখায়,

আসলে আমরা মেরুদণ্ডহীন৷

স্বাধীনতা খুঁজি পতাকায়

সামান্য স্বপ্নের কাছেই পরাধীন৷

 

স্বার্থের কেন্নোতেই আমাদের সুখ

স্বাধীনতা আসলে আতঙ্ক৷

তার চেয়ে চলো পতাকা খুঁজি

যখন পঁচাত্তর বছর ক্রমাঙ্ক—

 

হানাহানির রক্ত উপরে থাক

মাঝে কাজের মেয়ের হাত ফ্যাকাশে

আবছা সবুজ অনাবাদি ক্ষেত

উড়ুক দীর্ঘশ্বাসের বাতাসে৷

 

Post a Comment

নবীনতর পূর্বতন