স্বর্গপুরী - হারান চন্দ্র মিস্ত্রী

 

সবুজ মাঠের ভিতর দিয়ে পথ। 

এ পথ চলে গেছে ধান খেতের ভিতর দিয়ে 

আমার স্বপ্নের কোনো এক স্বর্গপুরীতে। 

সেখানে থাকবে না কোনো দেব-দেবী 

সেথায় দেখব আমি মানুষের ব্যথা বোঝার 

কোমল হৃদয় নিয়ে বাস করা 

মানব-মানবী। 

 

যেদিন যাব আমি সেই নতুন সোনার গাঁয়ে

আকাশে থাকবে কালো আর ধূসর মেঘের ঘনঘটা।

বৃষ্টি নামবে মনের মধ্যে। 

স্নাত হয়ে উঠব আমি নতুন ঠিকানায়।

আমাকে স্বাগত জানাবে কেতকী টগর। 

বাঁশগাছ ঝুঁকে এসে মাথায় বুলাবে হাত। 

মুঠো ভরে কুড়িয়ে নেব তাদের আশীর্বাদ। 

 

সে গ্রামের সরল মানুষের কাছে আমি এক 

অযাচিত অতিথি।

দুদিন তাদের সাথে কাটাব সময়। 

তাদের সঙ্গে হবে আমার বন্ধুত্বের পরিচয়। 

যখন আমি বিদায় জানিয়ে আসব ফিরে

তাদের আঁখি অশ্রুতে নেবে ঘিরে। 

কাশফুল ফুটে রবে পথের অদুরে  সাদা হয়ে।

পাহাড়ে তখন হয়তো বরফ জমেছে। 

আগমনী গান ভেসে আসবে কানে। 

সে গ্রামের মানুষের কথা 

বার বার মনে পড়বে আমার 

পূজা মন্ডপে ঢাকের তালে তালে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন