সকল দেশের সেরা আমাদের ভারত
প্রাচীনতম দেশ,
সুনীল সাগর, সুউচ্চ পর্বত, বহতা নদী
রূপের নাহিকো শেষ।
রয়েছে মরুভূমির বালুকারাশি,
আবার শস্যশ্যামল প্রান্তর
এত বিচিত্র, তবু এক সুরে বাঁধা
ভারতাত্মার অন্তর।
ধনিক-বনিক,
চাষী-জোলা আর
ছুতোর-কুমোর মাঝে
শত ভেদ,
তবু ভারতের নামে
ঐক্যের সুর বাজে।
যুগে যুগে কত খ্যাতিমান সন্তান
জন্মেছেন এই দেশে,
সংগ্রামী কত দেশগত প্রাণ
আলোতে বাতাসে মিশে।
একটি মন্তব্য পোস্ট করুন