শেষ চিরকূট - দীপ্তেশ চ্যাটার্জী

 


 

হঠাৎ খুঁজে পেলাম শেষ চিরকূটটি।

তোমার আবেগ অলংকারে আজও সমাদৃত,

হস্তাক্ষরের স্পর্শে উদ্ভাসিত। 

অবচেতন মনে, স্মৃতির রংতুলি, হারানো দৃশ্যপট চিত্রায়িত করে যায়।      

আবারও ভিজতে ইচ্ছে করে রঙ্গীন স্বপ্নবারিতে।

ইচ্ছে করে শ্যামল ঘাসে পিঠ রেখে অম্বুদের দেশে পাড়ি দিতে।

জানো কি তুমি?

মেঘ সরিয়ে সুনীল দিগন্ত চেয়ে থাকে তোমার অপেক্ষায়।

বিনিদ্র রজনীরা প্রহর গুণে আজ ক্লান্ত।

নিভৃত দুপুরে হৃদয় আঙিনায় বেদনারা ভিড় করে আসে। 

ধুসর সন্ধ্যার উন্মুক্ত বাতাসে তোমার অনুভব পাই।

লালচে বিকেলগুলো বিদায়ী সুর বাঁধে।

তবু খুঁজে চলি তোমায় বৃষ্টিস্নাত ঝড়ের রাতে।

গোধূলির রং মেখে ঘরে ফেরা পাখির ডাকে বিষন্নতা মোচ দিয়ে ওঠে।

অপেক্ষায় থাকি তোমার চিরকূটের,না ফেরার দেশের থেকে।।

 

Post a Comment

নবীনতর পূর্বতন