“এসেছিলে কেন?" - অবিনাশ দাশ




বিষ ঘুমে ঢলে যখন

একটু আদর কুড়াতে ব্যস্ত,

যখন ঘনিষ্ঠ স্বপ্নকে 

গভীর অনুভবে জড়িয়ে ধরা হয়না!

সত্যিসেই রাস্তায় প্রশ্ন আসে

'এসেছিলে কেন?' - রক্তের কুপরামর্শ! 

 

তখন আমার প্রতিটা রক্তবিন্দুতে

বিষাক্ত দীর্ঘশ্বাস! 

নেশায় আচ্ছন্ন চোখের পাতায়

 কয়েক ফোঁটা জল দিব্যি হামাগুড়ি দেয়!

আসলে আমি উজ্জ্বল প্রেমিক নই!

বিসর্জনের বাজনায় মিশে

তীব্র আবেগে চিৎকার করি-

এসেছিলাম দুঃখের পৃথিবীতে

দুঃসহ অন্ধকারে শুধুমাত্র 

বেঁচে থাকবো বলে!

 

যন্ত্রণা জর্জর নিঃসঙ্গতায় আজ

নিজেকে বড় ম্লান - নিষ্প্রভ লাগে।

সময় ঠেলে দেয় চেতনার গভীরে-

কিন্তু অনুভূতিরা ডোবেনাবরং লুকিয়ে থাকে!

তাই লিখি - ফিরিয়ে দাও সে যন্ত্রণা

প্রতীক্ষার কার্তুজে পুড়িয়ে দিক চোখ-

যখন প্রশ্ন আসে

'এসেছিলে কেন?'

 

 

 

Post a Comment

নবীনতর পূর্বতন