অপেক্ষারা বৃষ্টিদিনে চোখ মোছে অবিরত,
অপেক্ষারা চোরকাঁটার মত বিঁধে আছে বুকে-
আমার ঝুলবারান্দায় রোজ সন্ধ্যে নামায়
ক্লান্ত দিন,
অপেক্ষারা দিন গুনতেও ভুলে গেছে।
কললিস্টে ব্লক হয়ে আছে সব চোখের জল,
হয়তো কখনো বাঁধ ভেঙে তোমাকে ভাসিয়ে নিয়ে
যাবে-
তোমার লোমশ বুকে করাঘাত হেনেও লাভ হয়নি
কোনও,
এখন উদাস হাওয়ার সুর বাজে রোজ
সকাল-বিকেল।
বৃদ্ধাশ্রমে কত মা-বাবা একা বসে আছে,
জানলার গরাদ ধরে হয়তো অপেক্ষায় আছে তারা-
এই একাকী জীবনের শেষ দেখবে বলে।
প্রবাসী সন্তানের পথ দেখতে দেখতে ক্লান্ত
গ্রামের রাস্তাগুলো,
কত একাকিনী মার চোখের জলে ভিজে গেছে
মাটি!
অপেক্ষার বিষণ্ণ বীণ বাজে মনের গোপনপুরে,
অপেক্ষারা আকাশে হাতচিঠি পাঠিয়ে দেয়
অজানা ঠিকানায়।
আকাশের মেঘ গুনতে গুনতে বেলা বয়ে যায় কখন,
জীবন এখানে পুরনো বাড়ির দেওয়ালে জমা
শ্যাওলার মত-
চোখের জল মুক্তোর মত জমিয়ে রাখে কারা
গোপন বাক্সে,
অপেক্ষার প্রহর গোনা আর শেষ হয়না।
একটি মন্তব্য পোস্ট করুন