সিক্ত শিউলী - সুজিত কুমার পাল

 



কাশ ফুটেছে কোপাই তীরে আসছে খুশির দিন,

চোখের পাতায় হিমের পরশ বাজছে বেদন বী

শিউলী বাসর আজকে মেদুর পড়লো কাঠি ঢাকে,

আসছে পুজো শারদ বেলায় উলুধ্বনি শাঁখে।

আজকে সবাই আত্মহারা আগমনীর সুরে,

বুকের মাঝে যে জন আছে, আজ সে অনেক দূরে।।

 

বছর ঘুরে আসছে পুজো আসবি না তুই আর,

আগের মত তুলবে না সুর তোর গিটারের তার।

সব কিছু আজ এলোমেলো সংসার কঙ্কালে,

থমকে গেছে নৌকাখানি নেইকো হাওয়া পালে।

বেচেঁ আছি হয়তো বা নেই দুঃসহ এই জ্বালা,

যেথায় থাকিস ভালো থাকিস গানের ফেরিওয়ালা।।

 


Post a Comment

নবীনতর পূর্বতন