হাটুরে কথার ভিতরে বিচিত্র বস্তুময় মুখ
জাগতিক বিনিময় বিনদাস কুহুক!
শনি মঙ্গল কিংবা রাশির জ্যোতিষ বসে
গ্রহদোষ ইন্দ্রপতন অনেক তারাও খ'সে।
পকেট ওজনে সাজানো ফোরের ডালি
অনেক চিকন মুখ কিংবা জোড়াতালি
এ -তো মিলন -মহা, ধুনুরি চামার চাই নাগর
একদিনে কেটে যায় ব্যাপ্তি তৎপুরুষের ভোর।
এখানে তাম্বুল খন্ড থেকে বেচি সংস্কারের চুন
এখানে সরল সমাহারে গাণিতিক যোগ-গুণ।
রাফ্ সন্ধের হিজিবিজি মাখে চট ঝাড়া ধুলো
এখান থেকে জোগাড় জাগতিক ভাঙা কুলো।
একটি মন্তব্য পোস্ট করুন