কিভাবে যে ভুল হলো পক্ষকাল পিঠে নিয়ে ঘোরা
এই চৈত্র পলাশ। কিভাবে যে বিন্যস্ত হলো ভুলে
ভরা উপপাদ্য দিন। তবুও কিনারা ছুঁয়ে মনেমনে
শাপলা বুনি পানসি-কাঁথায়। তবু বাস্তবতা নীরব
সাক্ষী থাকে বট পাকুড়ের ঝুরিতে। জ্যোৎস্নালু রাতে
মিশে যেতে ডাকে ভুলোই পথ। লেপ-তোষক, ঘর-বাড়ি
বাক্সপেট্রা বিবাগি হয়ে গেলে জন্ম নেয় অচ্ছুৎ পুরুষ।
একটি মন্তব্য পোস্ট করুন