অবশেষে অসংলগ্ন অপলাপে
অভিমান অভিসম্পাত করে
আশায় আশায় আষাঢ় গেল
শ্রাবণ এলো নিরাশা ভরে।
অগোছালো জীবন ছন্নছাড়া
মেঘ
বাঁধেনা বাসা
রুক্ষ-মরু-মনে
আগাপাশতলা আনন্দ আবেগ
যন্ত্রণা জিইয়ে রাখা
দুর্বিসহ জীবনে।
মায়া-মরিচের পিছে ছুটতে
ছুটতে ক্লান্ত
উদ্দেশ্যহীন দিন চলে যায়
একা
স্বপ্নহীন রাত উধাও অরণ্য
পাথারে
পাথরকুচি ফুলে ডুমুর ফুলের
দেখা।
কত কাতর কামনার কাল-কথা
এসে
আলাপে আগল ঠেলে অন্দরে
দ্বিধান্বিত
দ্বি-মতে দ্বিপ্রহর গেল ভেসে
হর্ষ-বিষাদ-বিলাপ অচেনা
বন্দরে।
একটি মন্তব্য পোস্ট করুন