অনেক নক্ষত্রে সাজালে আকাশ তুমি
আপন চোখের আলোতে তাও ফেলি পা,
কারুকাজে দিগ্বিদিক থাক না মজে,
অন্তর তো মাগে শুধু প্রণয়ের ভিক্ষা।
ভাষ্য লিখেছি নিতান্তই রুক্ষবেশে,
অযাচিত বৈভবে পাইনা স্রোতের গন্ধ ,
সুখচর তাই পড়ে থাকে অবহেলিত,
খেয়া ভাসানো নিঃস্ব-পণে-ছন্দ।
মিলমিশ হয় আকাশে আকাশখানা,
গুঞ্জন ওড়ায় তাই কি নষ্টচাঁদ ?
গুনিনা নক্ষত্র কিংবা মৌন-মুখর কারা,
খুঁজে ফিরি স্থির আলোটুকু ফুটেছে নিখাদ।
কি বলি আর ,
আকাশ গঙ্গার বেলায় দাঁড়িয়ে নির্ভার।
একটি মন্তব্য পোস্ট করুন