মাঝে মাঝে মনে হয় তেমন একটি মহীরুহ পেলে
তার ছায়ায় আশ্রয় নিতাম
শেষ করতাম ভাবনার সব আঁকি-বুকি
হয়ে যেতাম একদম নিশ্চিন্ত।
মাঝে মাঝে মনে হয় তেমন একজন
পথ দেখানো প্রিয়জন পেলে, সারা জীবন এভাবে
পথে পথে ঘুরতাম না ,
আর পায়ের তলার মাটি হারাতাম না।
মাঝে মাঝে মনে হয় তেমন দুটো রাঙ্গা পা পেলে
সাষ্টাঙ্গ প্রণাম করে
একদম প্রণামের ভাষা ভুলে যেতাম।
মাঝে মাঝে মনে হয়
তেমন একজন মনের মানুষ পেলে
মনের সব কথা বলে
একদম হালকা হয়ে যেতাম পাখির পালকের মতো,
হৃদয় কাব্যটা লেখা সম্পূর্ণ হতো।
মাঝে মাঝে মনে হয়
তেমন একটি মৃত্যু পেলে ভালো হতো
যাতে হাজার মানুষের জীবন বাঁচতে পারে।
একটি মন্তব্য পোস্ট করুন