শারদ প্রার্থনা - রূপালী গোস্বামী




 

সুন্দরী শরৎ রানীর মোহময়ী রূপ,

আজ ছড়ানো আকাশে বাতাসে। 

কাশের বনে হাওয়ার আনাগোনা

শিউলির মিষ্টি সুবাস চারিপাশে। 

বর্ষা শেষে মেঘ নেবে এবার ছুটি,

নীল আঙিনা জুড়ে রোদের লুটোপুটি

দূর দিগন্তে ভাসে রোদের মিষ্টি বোল,

উমা আসছে বছর ঘুরেতাই কলরোল। 

উৎসব লগনে তবু হরষে মেশে বিষাদ

অবিশ্বাসের সংকট,  প্রতিপদে বিবাদ

অস্থির মানুষ শশব্যস্ত অস্তিত্ব প্রমাণ

এরপরে কি হবেআভাজনে না জানে,

কন্যা তুমি উমা,  আবার সবার জননী 

দুষ্টের দমনে মাগো দশ প্রহরণ ধারিনী

জ্বলুক তব ত্রিনয়নভস্মীভূত হোক পাপ,

ধর্মের আড়ালে ভণ্ডামিকোরো নাকো মা

আসুক ফিরে হাসি মুখবুকে নিয়ে আশা,

মানুষ পাক ফিরে হারানো ভালোবাসা;

দেবী তোমার কাছে এই অধমের মিনতি

দুরভিসন্ধি করে নির্মূল, জাগাও সুমতি।

 

 

Post a Comment

নবীনতর পূর্বতন