পাখির কান্না শুনেছি বহুবার
একান্ত নিভৃতে কেঁদেছি
বর্ণমালার খোঁজে
ক্ষণভঙ্গুর ভালোবাসা আজ
অতীত
খাতার সাদা পাতায় এখনও
অতন্দ্র প্রহরী পাহাড়া দেয়
প্রতি পদধ্বনিতে শোনা যায়
চাতকের কান্না
উন্মুক্ত দরজায় পরাজিত
সৈনিক আর আমি
দ্রবণের ঘনত্ব বাড়লে
তরলেরা বেঁচে থাকে।
একটি মন্তব্য পোস্ট করুন