ঠাণ্ডা লেগে আলো ক্রমশ হালকা হয়ে গিয়ে
অন্ধকার ঘনিয়ে আসছে ।
পূবদিকের সকাল ক্রমশ পশ্চিম-বিকেলে ক্লান্ত ঢলে পড়ছে;
যেন শিশু, যেন কিশোর ....
আঁটোসাটো রোদ, গোলাপ আঁকা কাপড়ের
প্রেমকাহিনী হলুদ পাড়ের ছবিতে ক্রমশ আলগা হচ্ছে যেন !
রাত্রিঘন কালো অন্ধকারে, কোথাও
যুবকসমাজ ফুলে-ফেঁপে উঠছে।
তাদের শরীর বলতে ঠিক কী, কিছুই বোঝা যাচ্ছেনা !
কঙ্কালসার,কলঙ্কের ক্ষয়ে যাওয়া মাংসপেশী,
পাঁজরের ঝনঝনে আওয়াজ সমৃদ্ধ যেন কোনও
মৃত্যুনিবাসী অদৃশ্য পরম্পরার স্রোতে ,
তাদের শুধুই বয়ে যাওয়া।
একটি মন্তব্য পোস্ট করুন