একটা করে কবিতা লেখা হয়,
আর সেই কবির মৃত্যু দিন এগিয়ে আসে;
আবার সেই মৃত্যুকে ফাঁসি দিয়ে
কবি রচনা করে এক রহস্যময় চরিত্র!
হাতের কাছে খেলা করে পিকাসো,
পিকাসো সেদিন রাতে এসেছিলো মৃত্যুশোক নিয়ে;
শ্মশানে বিজ্ঞানের ধ্বংসের বাসর,
সেদিন বিপ্লবী মিছিলে কেউ খেউর গায় নি,
সবাই পিকাসো হতে চেয়েছিলো!
একঝাঁক আনন্দ ভৈরবী আসে পাখা ঝাপটে,
মাথা নিচু করে দাঁড়িয়ে এক নারী আর পুরুষ;
তাদেরকে কেউ পৃথিবীতে কেন পাঠালো সেটা তারা জানে না,
কিন্তু বিষাক্ত সাপ তাদের চেনে আদম সন্তান বলে!
একটা সাজানো নাটক নির্মাণ হচ্ছে,
সুদৃশ্য ঘর, যার ভিতর একটা খাট দু'টো বিছানা;
সেই খাটে ছড়িয়ে ক্রেডিট কার্ড আর পে স্লিপ,
হুক আর বোতাম খুলছে কিছুক্ষনের জন্য,
সেই সুখী দাম্পত্য আসলে ঐ পড়ে থাকা পে স্লিপের উপর নির্ভর করে!
একটি মন্তব্য পোস্ট করুন