সময় যখন অনেক - মানুষ তখন বসে
অসময়ের দরজায় - রূপকথাটি বলতে।
সময় যখন ফুরায় - সেই মানুষই দেখি
ঘর-দুয়ারের কোণায়-খুঁজে বেড়ায় অতীত ।
অতীত মানেই আবার-ছিন্ন কাঁথার নকশা
হারিয়ে যাওয়া সেসব - স্বর্ণযুগের হলেও ।
সময়ে না ভাবলে তার - স্মৃতির বিষয় ছায়া
ছায়ার ধর্ম আগোছালো- বড় মাপের বিপদ।
শেষ বিকেলের বেলায় - বিশদ ভিড়ের মাঝে
হারিয়ে যাওয়া সময় - খুঁজতে গিয়ে হারায় ।
ভোরের শ্রীপাট জীবন - আম সুপারির সারি
নদীর ঘাটের বিষয় - কুঁড়া জালের আদর ।
সময় থাকতে ছাড়লে - জন্মে পাওয়া দলিল
কাটবেই তো পোকায় - মায়ের ট্রাঙ্কের তলায়।
সময় যখন ফুরায় - ফুরায় সকল আশা
যা থাকে তা থেকেই যায়-কলার পাতায় মোড়া।
এমনি করেই মানুষ - আবার যখন ঘাটে
সময় মাপতে এগোয় - শেষ বিকেলের বেলা
মাটির সরায় তখন - আলতা সিঁদুর জল
মানুষকে দেয় সময় - নেই যে অন্য উপায়।
একটি মন্তব্য পোস্ট করুন