ভাল কাজে হাজার বাধা নিন্দা আছে শত
এগিয়ে তবু যেতেই হবে না হয় মাথা নত।
মন্দ কথার ধন্ধে পড়ে কাজটি না হয়
বন্ধ
থাকবে মনে প্রশ্ন কত আসবে মনে
দ্বন্দ্ব !
বাধা মানেনা সুনীল সাগর স্রোতস্বিনী নদী
প্রখর রোদে ঝড় তুফানে বইছে নিরবধি।
পরচর্চায় কী বা আসে গায়ে না সব মেখে
সফল হবে কঠিন সাধন সৎকর্মে সুখ
রেখে।
হিংসাতে নয় ঘৃণাতে নয় ওরে অবোধগুলো
মুক্ত করো এই পৃথিবীর কালো ধোঁয়া
ধুলো।
পাপ অনাচার হিংসা ঘৃণা দাও সবই ভাগিয়ে
প্রতিবাদে স্বভাব কবি কলম ধরে বাগিয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন