বেখেয়ালে পড়লে মনে,
একলা লাগে আমার ভারি।
সান্ধ্যকালীন আকাশের চিবুকে
গলে পরা জ্যোৎস্না,
সেও কি বেখেয়ালি ?
এলোমেলো ইচ্ছেগুলো
ছড়িয়ে থাকে তারাদের মতোই,
লুকিয়ে রাখার দায়ে
যদি হতো কঠিন সাজা,
আমিও দিতেম মন কেমনিদের
তোমার উপর চাপিয়ে ।
রঙের বাক্স খুলে
যদি দিতেম তোমার বুকে
সব ঢেলে!
ভালো থাকুক সে ইচ্ছে গুলো
যারা রোজই মনে চারমিনার তোলে,
আমিও থাকি অন্যের ঘরে,
তুমিও চলো যেমন চেয়েছিলে।
একটি মন্তব্য পোস্ট করুন