অন্ধকার নিয়ে যারা খেলা করে মেঘের মাটিতে
তাহাদের দেখে দেখে পরিশ্রান্ত হয়ে পড়ে সন্ধ্যাদীপগুলি
দেখেও দেখিনা চেয়ে সূর্যের যাবতীয় রং মিশে গিয়ে কি রূপ নিয়েছে।
এমন বন্যার মত অন্ধকার পৃথিবীতে আসেনি তো আগে
এখন দ্বীপের মত কারারুদ্ধ হইনি কোনদিনও আগে
হিংসা নিয়ে খেলা করে এখন মানুষ দেখি হিংসা ছাড়া বাঁচতেই পারে না
মানুষ কেবল এক মাংসাশী প্রাণী, কোনোদিনও অন্য কিছু ছিল না তাহারা।
একটি মন্তব্য পোস্ট করুন