বিলাসী প্রেম - শিবানী বাগচী




কুয়াশাঘন নির্জনতায় আড়াল করে,

তোকে আজও আমি নিয়মিত ভালবাসি।

 

থমকে যাওয়া শব্দে আটকে থাকা ইচ্ছেরা,

আজও আলো আঁধারে আছাড় খায়।

 

বিলাসী প্রেমের শূন্য ছাইদানি তাই  -

বার বার ছুঁতে চেয়েছে তোর পুরুষালি ঠোঁট !

 

সোনার মোড়কে জড়ানো স্মৃতি বিজরিত

যৌবনের স্পর্শ ঝিমিয়ে পড়া রোদেও -

হেঁটে চলে বহু দূর !

 

রোদ্দুরে ভেজা জলমগ্ন শহরে নোঙ্গর ফেলেছি,

ঢেউয়ের ওপরে ঢেউ উঠে -

রাত হয়ে উঠেছে আরো নেশাতুর।

 

তোর গায়ের সোঁদা গন্ধে কখন যেন আমি

সুন্দর হয়ে উঠি, আর তুই জ্বলন্ত দেশলাই জ্বেলে,

মাপছিস বৃষ্টির উচ্চতা।

 

নষ্ট ইচ্ছেরাও ভিজে যায় আনমনে 

আর আমি ভাসতে ভাসতেই ডুবে যাই ;

অনুভবের অতলে 


Post a Comment

নবীনতর পূর্বতন