কুয়াশাঘন নির্জনতায় আড়াল করে,
তোকে আজও আমি নিয়মিত ভালবাসি।
থমকে যাওয়া শব্দে আটকে থাকা ইচ্ছেরা,
আজও আলো আঁধারে আছাড় খায়।
বিলাসী প্রেমের শূন্য ছাইদানি তাই -
বার বার ছুঁতে চেয়েছে তোর পুরুষালি ঠোঁট !
সোনার মোড়কে জড়ানো স্মৃতি বিজরিত
যৌবনের স্পর্শ ঝিমিয়ে পড়া রোদেও -
হেঁটে চলে বহু দূর !
রোদ্দুরে ভেজা জলমগ্ন শহরে নোঙ্গর ফেলেছি,
ঢেউয়ের ওপরে ঢেউ উঠে -
রাত হয়ে উঠেছে আরো নেশাতুর।
তোর গায়ের সোঁদা গন্ধে কখন যেন আমি
সুন্দর হয়ে উঠি, আর তুই জ্বলন্ত দেশলাই জ্বেলে,
মাপছিস বৃষ্টির উচ্চতা।
নষ্ট ইচ্ছেরাও ভিজে যায় আনমনে –
আর আমি ভাসতে ভাসতেই ডুবে যাই ;
অনুভবের অতলে –
একটি মন্তব্য পোস্ট করুন